স্বরবৃত্ত ছন্দঃ  ৪+৪/৪+২


মেঘ কুমারী, মেঘ কুমারী
থাকিস যে তুই কোথায়,
স্বপ্নে আমি দেখেছি যে
দু জীবন এক সুতায়।


আমার বাড়ি আসিস যদি
বসতে দেবো পিড়ে,
তোরে নিয়ে ঘুরব আমি
কাশফুলের যে ভীড়ে।


আমার বাড়ির আতা ডালিম
তোকে দিবো খেতে,
চলে যেতে চাইলে তুই যে
যেতে চাইবো সাথে ।


আকাশ জুড়ে ভেসে বেড়াস
নানা রঙের বেশে,
মায়ের কোলে বসে দেখি
দিনের ঐ না শেষে।


আঁধার যখন নেমে আসে
সাধ জাগে যে মনে  
কিছুক্ষণ ঘুরব আমি যে
এই নারে তোর সনে।


রচনাকালঃ
২৭/১০/২০২০