মা আমি মিছিলে যাচ্ছি
যদি না আসি ফিরে ঘরে  
তখন মনে করো তোমার ছেলে
বাংলার মানুষের জন্য আর
শেখ মুজিবরের কথার জন্য  জীবন  দিল
মনে কষ্ট রেখো না ।


ঐ দেখছ না আসাদের শার্ট কৃষ্ণচূড়ার মতো লাল
তা দিয়ে শত শত ছেলের দল পতাকা বানিয়ে উড়াচ্ছে
বাংলার গগনে
আমি ও তো ওদের সাথে অংশ নেব
পতাকা উড়াব
মিছিল  করব, মিছিল  
আমায় যেতে বাঁধা দিয়ো না মা
অনায়েসে যেতে দাও।


ও মা, ঐ দেখছ না স্বৈরশাসক আইয়ুব
বাংলার মানুষের উপর  কত নির্যাতন করছে
মিথ্যা মামলায় শেখ মুজিবকে
আটক করে রেখেছে জেলখানায়
বাঙালির মুক্তির সনদকে নস্যাৎ করে দেবার জন্য
ওরা চালিয়েছে কত চাল
আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করব
মিছিল করব, মিছিল।
আমায় যেতে বাঁধা দিয়ো না মা
অনায়াসে যেতে দাও ।


আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে শপথ করেছি
তার রক্তকে বৃথা যেতে  দেব না
আমরা স্বৈরশাসক আইয়ুবের বিরুদ্ধে  
আন্দোলন করব
মিছিল করব, মিছিল।
আমায় যেতে বাঁধা দিয়ো না মা
অনায়াসে যেতে দাও ।


ওরা তো ওদের  আর আমাদের মধ্যে বৈষম্য তৈরি করেছে  
এ বৈষম্য আমরা তো মানি না
অধিকার আদায়ের জন্য আন্দোলন করব
মিছিল করব , মিটিং করব
মিছিল করব, মিছিল।
আমায় যেতে বাঁধা দিয়ো না মা
অনায়াসে যেতে দাও।


মাগো, ঐ শুনছ না,
ওরা সমাবিষ্ট কন্ঠে স্লোগান দিচ্ছে
জেলের তালা ভাঙব
শেখ মুজিবকে আনব।
আমিও তো ওদের সাথে স্লোগান দেব
আন্দোলন করব
মিছিল করব, মিছিল।
আমায় যেতে বাঁধা দিয়ো না মা
অনায়সে যেতে দাও ।


দেখবে আমার জন্য তোমার
একদিন গর্ব হবে , গর্ব
আমায় যেতে দাও।


রচনাকালঃ
২৫-১০-২০২০