তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যার আগমনে দূর হয়েছে,পৃথিবীর
অন্ধকার অজ্ঞতা জরাজীর্ণ
যার জন্য নারীরা ফিরে পেয়েছে
তাদের বাঁচার অধিকার  
যার জন্য সমাজ থেকে দূর হয়েছে
খুনখারাবি, রাহাজানি, নরহত্যা ব্যভিচার।


যে মানুষকে শিক্ষা দিয়েছে
সততা, উদারতা, পরমতসহিষ্ণুতা
পরোপকারিতা, বিনয় নম্রতা
যাকে পৃথিবীর সকল জীব কুর্নিশ করে
যার কাছে ছিলো না বংশ মর্যাদা আর আভিজাত্য
অর্থ প্রার্চুয্যতা ছিলো তুচ্ছ  
যাকে কেউ সত্য প্রচার থেকে
করতে পারে নাই বিরত
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে সৃষ্টিকর্তা আদর্শ হিসেবে
প্রেরণ করেছে ।



রচনাকালঃ
৩০/১০/২০২০