তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যে সত্য প্রচার করতে গিয়ে
লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়ে
যার মুখ থেকে কখনো উচ্চারিত
হয়নি অভিসম্পাত  
তবুও তিনিই বার বার বলছেন
এদের জ্ঞান দাও প্রভু
এদের জ্ঞান দাও
এদের ক্ষমা করে দাও।


যিনি শিখিয়েছেন বিপদে
ধৈর্যধারণ করতে  
শিক্ষা দিয়েছে সাম্যের বাণী  
শিক্ষা দিয়েছে সত্য ও ন্যায়ের পথে
সদা অটল থাকতে
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে কোনো লোভ করতে পারে নাই  গ্রাস
এসেছে সত্য প্রচারে নানা বাঁধা
তাই তিনি বলতেন
আমাকে এক চন্দ্র আর আরেক হাতে সূর্য
এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না।



রচনাকালঃ
১০/১১/২০২০