তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে বিশ্বাস করে খাদিজাতুল কোবরা
তুলে দিলে সমস্ত ব্যবসার ভার
যার গুণে মুগ্ধ হয়ে খাদিজাতুল কোবরা
করলে তাঁকে জীবন সাথী
বিলিয়ে দিলো প্রভূত সম্পদ
তবুও সে সম্পদের প্রতি ছিলে না তাঁর লোভ
কেটেছে বেলা খেয়ে না খেয়ে
যাকে সৃষ্টিকর্তা দিতে চেয়েছিলে স্বর্ণের পাহাড়
তবুও তিনি নিজের ভোগ বিলাসের জন্য
কিছুই চাননি
যার চারিত্রিক বৈশিষ্ট্যের
নির্লোভ, নিরহংকার।

যিনি মানুষকে শিক্ষা দিয়েছে
অপরের কল্যাণের জন্য
নিজের স্বার্থে ত্যাগ করতে
যিনি মানুষকে নিষেধ করেছেন
লোভ আর অহংকার করতে
কেন না লোভ আর অহংকার
মানুষকে ধ্বংসের দিকে টানে
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত
যার আমৃত্যু চাওয়া ছিলো শান্তি,
   শান্তি, শান্তি।



রচনাকালঃ
১২/১১/২০২০