তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাঁকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন
তাঁর একত্ববাদ প্রচারের জন্য
তাঁর আদেশ আর নিষেধ
মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য
ভূলুণ্ঠিত পথিকে সঠিক পন্থা দেখার জন্য
যিনি শত্রুকে বাসিত ভালো
দেখত না খারাপ নজরে  
যার কাছে ছিলো শত্রু মিত্র সবাই সমান
যাকেঁ অনন্যরা কষ্ট দিয়ে আনন্দ পেত  
তবুও তিনি নেননি প্রতিশোধ
করেছে তাদের ক্ষমা অনায়াসে।


যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন
ক্ষমা একটি মহৎ গুণ
তিনি বলতেন যে ব্যক্তি মানুষের দোষ ক্ষমা
করবে  সৃষ্টিকর্তা তাঁকে  ক্ষমা করবেন
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যিনি ছিলেন ক্ষমার এক উজ্জল দৃষ্টান্ত  
তিনি ছিলেন ক্ষমার এক অনন্য আদর্শ ।



রচনাকালঃ
১৩/১১/২০২০