তাঁকেই আদর্শ মানি, তাঁকেই  আদর্শ মানি
যাঁকে দেখে মানুষ শিখেছে মানবতা
যে ছিল ন্যায় আর ইনসাফের প্রতীক
যার হাতের স্পর্শ লোহা হতো স্বর্ণ
যার কাছে ছিলো সকলেই সমান
তাই শ্রম সম্পর্কে বলতেন
শ্রমিকের গায়ের ঘাম শুকনোর আগেই
তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও
তিনি বলতেন
তোমরা তোমাদের অধীনস্থদের সাথে
খারাপ ব্যবহার করো না  
তোমরা যা খাবে পড়বে তাদের  ও তাই দেবে
যার ব্যবহারনকুসুমের চেয়ে কোমল।


তিনি মানুষকে শিক্ষা দিয়েছে
কিভাবে মাতৃভূমিকে ভালবাসতে হয়
যিনি কাউকে শিক্ষা দ্যাননি কুসংস্কার  
শিক্ষা দিয়েছেন নীতি নৈতিকতা
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যার সাধনা, ত্যাগ কল্যাণচিন্তা ছিলো
সমগ্র মানুষের কল্যাণের জন্য ।



রচনাকালঃ
১৪/১১/২০২০