তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে বিশ্বাস করে মক্কার কাফেররা
তাঁর কাছে রাখত তাদের গচ্ছিত সকল সম্পদ
তাঁকে বিশ্বাস করেনি নবী হিসেবে
মেনেছে আল - আমিন বা মহাবিশ্বাসী হিসেবে  
যার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে
শত শত বিধর্মী  গ্রহণ করেছে ধর্ম  
যিনি সম্মান রক্ষা করতে সকল নারী
যিনি নিজের স্বার্থের জন্য করতো  না কিছু
যাঁকে কুর্নিশ করতো পৃথিবীর সকল জীব
যাঁর মুখনিঃসৃত অমৃতবাণী।


তাঁর দেওয়া শিক্ষা যে করেছে গ্রহণ
তার জীবন হয়েছে সুখ শান্তি ভরা
তাঁর কাছে ছিলো সকল সমস্যার সমাধান
যিনি কথা বলতেন না ঐশী বাণী  ছাড়া
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যিনি ছিলেন কীর্তিমানের আদর্শ
অকীর্তিমানের আদর্শ ।



রচনাকালঃ
১৬/১১/২০২০