মাগো তুমি তো সারা বাড়িতে কোথাও নেই
মাগো তুমি তো শুয়ে আছো
ঐ দেবদারু গাছের পাশে বাঁশ বেতের ঝাড়ের কাছে
সাড়ে তিন মাটির ঘরে
তুমি তো আছো নিরবে নিভৃতে মণ মণ মাটির চাপায়
কেমন করে কাটছে সময় তোমার
আমি জানিনে
মাগো তুমি কোথায়
কাটে না মা তোমায় বিহীন আমার একবেলায়
নেই তুমি কাছে আমি তোমায় ছাড়া কেমনে ঘুমায়
আমি তো জানিনা তুমি বিহীন  একা ঘুমাতে
চলে গেল আমায় ছেড়ে
কেন মা, কেন?
তুমি তো আমায় বলতে  
খোকা  আমি তোকে ছাড়া কোথাও যাব না
কেন তুমি ছেড়ে চলে গেল মা
তুমি তো মা, তোমার কথা রাখলে না
কেন মা, কেন?
এরূপ কথা তো ছিলো না।
মাগো
ঐ তোমার পানের বাটির কাছে গেলে মনে হয়
এই তো তুমি পানের জন্য আসবে
আমায় তুমি বলবে
খোকা সুপারির কৌটা নিয়ে আয়
মাগো আমার একাকিত্ব ভালো লাগে না
মাগো যখন তুমি অন্য বাড়িতে ঘুরতে যেতে
তখন আমি তো তোমার শাড়ির আঁচল ধরে থাকতাম
মাগো আর তো হবে না তোমার সাথে ঘোরা
করব কি বলো না মা, বল
কেমন করে কাটে সময় তোমার
আমাকে ছাড়া মাগো
ঐই অন্ধকার কবরে
এক নজর আমায় না দেখলে
তুমি বার বার বলতে খোকা  
তুই কোথায়  আয় না আমার কাছে
বার বার পড়েছে মনে মাগো তোমার
সেই স্মৃতি বিস্মৃতি গুলো নিশ্চুপে
আমায় কাঁদা মাগো
তুমি তো আছো দূর স্থানে আমায় ছেড়ে।


মাগো তুমি তো আমার এধরার সবচেয়ে আপন ছিলে
তোমার মতো মমতাময়ী নারী আমি আর তো দেখিনি
সবাই তো আদর সোহাগ করে কিন্তু
তোমার মতো নির্মল নয় মাগো।



উৎসর্গঃ
(নাসরিন সুলতানা রত্না আন্টির মৃত্যু এবং তার ছেলে তামিম ইকবালকে উৎসর্গ করলাম )



রচনাকালঃ
১২/১১/২০২০