৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


স্বল্প সময় থাকা জন্য
এসেছো এই ভবে,
প্রভুর ডাকে সাড়া দিয়ে
চলে যাবে তবে।


নশ্বর এই না ধরার বুকে
নাই যে লোভের সীমা ,
মৃত্যুর পথের যাত্রী তবে
করো পূণ্যের বীমা।


জন্ম যেমন চরম সত্য
মৃত্যু তেমন ভায়া
যতই করো টাল বাহানা
ছাড়তে হবে মায়া।


পরকালের শান্তির জন্য
আমল করো ভালো,
নইলে তোমার পরকালের
জীবন হবে কালো।


স্বল্প সময় থাকা জন্য
করোনা তো রঙ্গ,
মৃত্যু এসে সকল রঙের
করবে তবে ভঙ্গ।


রচনাকালঃ
০২/০৯/২০২১