যখন দেশ বিভাগ হল
বাঙালি  মনে করেছিলাম,
হয়তো সকল অধিকার স্বাধীকার ফিরে পাবে
তা আর কোথায় পেলাম বাঙালি,
তাদের অধিকার স্বাধীকার
শুধু বৈষম্য আর বৈষম্য
নিপীড়ন আর নিপীড়ন
নির্যাতন আর নির্যাতন
স্বাধীন হয়ে বাঙালির জীবন গেছে আবার
পরাধীনতার কালো অধ্যায়ে ছেয়ে।
পাকিস্তানীরা শুরুতে বাঙালির
সংস্কৃতি উপর করল আঘাত
কেড়ে নিতে চেয়েছিল  পাকিস্তানীরা
বাঙালির মায়ের মুখের ভাষা।
তারপর বাঙালির সকল অধিকার খর্ব করতে লাগল
শুরু করল বাঙালির স্বপ্ন ধ্বংস
কখনো দেয়নি বাঙালিকে তাদের কোনো মৌলিক অধিকার
যখনি বাঙালি পাকদের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে, তখনই বাঙালির  উপর এ্যাকশন করত
দিত না কোনো ক্রমে মুখ খুলত,
পদে পদে বাঁধা আর বিপত্তি সৃষ্টি করতে
দেশ বিভাগ হয়ে বাঙালি মৃত্যুর দেশে অনুপ্রবেশ করেছে
দেশ বিভাগের পরে বাংলা ছিল মৃত্যুপুরী।


রচনাকালঃ
১১/০৯/২০২০