হে মুজিব
তোমার স্পর্শ লেগে আছে
বাংলার মানুষের হৃৎস্পন্দনে
লেগে আছে তোমার স্পর্শ
সোনালি ফসলে।
শাদ্বল দূর্বা ঘাসের উপর হালকা কুয়াশায়
স্পর্শ লেগে আছে
শ্রমজীবী মানুষের শ্রমে।  
লেগে আছে তোমার স্পর্শ
ষড়ঋতুর বাহারি রুপে ।
তোমার স্পর্শ লেগে আছে
সূর্য আর চন্দ্রে
যার জন্য চন্দ্র সূর্য পারছে দিতে
দিবানিশিতে মুক্ত আলো ।
তোমার স্পর্শে শাপলা শালুক
ফোটে দ্বিগুণ হারে
লেগে আছে তোমার স্পর্শ
বাংলার ফুল ও ফলে
তোমার স্পর্শ লেগে
পদ্মা মেঘনা যমুনা নদীর জলে
তাঁর জন্য বল মুজিব তোমায় কে ভোলে।



রচনাকালঃ
২০/১১/২০২০