মুজিব ঐ নামটি যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত
যার ঝংকারে অন্ধকার ভেদ করে
পুব আকাশে উঠে  মুক্ত দিনমণি।
যার দূর্বার আন্দোলন সংগ্রামে বাঙালি ফিরে পায়
হারানো বহু প্রতীক্ষার বাংলা
ফিরে পায় শত বছরের হরিত সকল অধিকার ।


যার নেতৃত্বের জন্য বাংলার মানুষ
আজ শিরদাঁড়া সমুন্নত রেখে
কথা বলতে পারছে বিশ্ব দরবারে
পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে ।


যার জন্য অবুঝ শিশুরা দেখছে
মুক্ত আকাশে তাঁরার ঝিকিমিকি  
যার জন্য পাখিরা মনের অভিলাষে গেয়ে যায়।


যার সঞ্চিত কষ্টের বিনিময়ে বাঙালি পেয়েছে
সবুজ শ্যামল প্রকৃতি
পেয়েছে একটি মানচিত্র
একটি দেশ  
পেয়েছে লাল আর সবুজের পতাকা।



রচনাকালঃ
১৮/১১/২০২০