৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


মুসাফিরের মতো আমরা
এসেছি এই বাড়ি,
যতই সুন্দর সাজানো হোক
যেতে হবে ছাড়ি।


মুসাফির ওই যেমন করে
সদা ছুটে চলে,
ক্ষণস্থায়ী ধরার বুকে
নশ্বর সবই বলে।


স্বল্প কালের জন্য আমরা
এসেছি এই ভবে,
প্রভুর ডাকে ছাড়তে হবে
এই ধরা না তবে।


আনন্দ খেল নিজের স্বার্থে
বিভোর আছে সবে,
রঙ্গের মেলা রঙ্গ ভেঙে
যেতে তবে হবে।


থাকার জন্য ধরা না তো
কিছু কালে থাকা,
ধরার বুকে আপন সুখে
ভালোবাসা রাখা।


রচনাকালঃ
১১/০৮/২০২১