অক্ষরবৃত্ত  ছন্দ ৮+৬


প্রজাপতি ধেয়ে চলে পারিজাত ফুলে
পরাগায়ন করাবে সব আশা ভুলে,
সবুজ শ্যামল ছায়া মনে বহু মায়া
নদীর জলে ভাসতে দেখি মাছে কায়া।


কি সুন্দর যে আমার জন্মভূমি দেশ
যার রূপের শোভার কভু নেই শেষ,
গাছে গাছে ফুলে ফলে পাখি গায় কত
নদী জলে টলমল স্রোত থাকে শত।


লাঙ্গল জোয়াল কাঁধে চাষি চলে মাঠে
তরাতে তরী ভাসে যে মাঝি আছে ঘাটে,
বাবুইপাখি যে ভালো তৈরি করে বাসা
সাথীকে কাছে আনার জন্য মনে আশা।


কামার কুমার জেলে চাষার শ্রমের ফলে
পৃথিবী হয়েছে তবে সুন্দর নির্মলে।
সকালে দোয়েল ডাকে ভাঙে সবে ঘুম
চাকমা, গারোরা করে চাষাবাদ জুম।


বসন্তের আগমনে ধরা নব সাজে
বজ্রপাতের শব্দটা মনে ঢোল বাজে,
শরত হেমন্ত শীতে নানা রকম খেলা
বৈশাখ মাসে লাগেন বহু স্থানে মেলা।


আমার দেশের গ্রাম ছোটো ছোটো ঘর
সবে থাকে মিলেমিশে নাহি কেহ পর,
একে অপরের সুখে দুখে পাশে থাকে
নিজের স্বার্থে বিলীন অন্য খুশি রাখে।


রচনাকালঃ
২৪/০৭/২০২১