আমার জীবন পত্রবিহীন বৃক্ষের শাখের
ফুল যেমন বেমানান তেমন
কষ্ট দিয়ে জর্জরিত একটা কাব্য কথা
সেটায় তো আমার জীবন।


আমার জীবন কোকিল পাখির মতো
যার নেই স্থায়ী কোনো আবাসন
বৃক্ষের শাখে শাখে ঘুরে বেড়ানোর মতো
সেই ভাসমান দৃশ্যটা আমার জীবন।


আমার জীবন তো মৃত নদীর মতো
যেখানে নেই কোনো জলজ প্রাণ
যেখানে তৃষ্ণার্ত মানব পাবে  না কো জল
সেই নির্মম দৃশ্যটা আমার জীবন।


আমার জীবন তো সেই নির্যাতিত নিপীড়িত  
দাসের মতো যার কাজ শুধু কাজ
ভ্রান্ত হল প্রহর আর প্রহর, সেই কষ্টের জীবনের কথা
বলতে আমরা নেইকো লাজ ।


আমার জীবন তো দুঃখের সাগর
যেখানে নেই কোনো সুখের ছোঁয়া।
শুধু দুঃখ আর দুঃখের চক্র
সেই দুঃখের জীবনের দৃশ্যটা আমার কাছে মনে হয় ধোঁয়া।



রচনাকালঃ
০১/০১/২০২০