আমি আর তুমি মিলে যাবো
যাবো এমন একটি দেশে-
যেখানে থাকবো আমি আর তুমি
থাকবে না কোনো জন প্রাণী।
মনের আনন্দে দুজন মিলে গাইবো কত গান    
বসে থাকবো সে দেশে গোলাপের বাগানে
তার উপর দিয়ে উড়বে বুনো শালিক
প্রেমের আনন্দে।
আমি আর তুমি মিলে যাবো
যাবো সিন্ধু গিরি
আর যাবো দ্বীপ দ্বীপান্তর
ঘুরবো কত প্রকৃতি সম্ভার
দেশ দেশান্তর  ।
  
আমি আর তুমি মিলে দেখবো
চাঁদের টানে জোয়ার ভাটা
বসে বলবো মনের আছে
যত আঁট আঁট কথা
মিলব আমরা সে দেশে বিরহ মিলনে    
  সেই মিলনে হারিয়ে যাবো
নতুন থেকে নতুন কোনো দেশে।