ভেবে ভেবে পায় ব্যথা
মনে জাগে মোদের অতীত কথা।


বাংলার রাজত্বকালে ছিলাম মোরা রাজা
বাঙালিকে নির্যাতন করে বানিয়েছিলাম প্রজা।


ওরা মানতে চাইনি মোদের শাসন
তাই যাতাকলে পিশিয়ে করেছি শোষণ।


ওরা করতে চেয়েছে অধিকার সঞ্চিত
তাই মোরা ওদের করেছি বঞ্চিত।


বাঙালিকে মোরা ভেবেছিলাম অকালকুষ্মাণ্ড
তাই বাংলাকে করতে চেয়েছিলাম পাকিস্তানের একখণ্ড।


মুজিব ছিলো বাংলার অবিসংবাদিত নেতা
মিথ্যা মামলা দিয়ে মুজিবকে করতে চেয়েছিলাম ভোঁতা।


এত অত্যাচার নির্যাতনে নিপীড়নে  বাঙালি দমে য়ায় কেন?  
মুজিবের নেতৃত্ব বাঙালিকে আশা ভরসা সাহস জুগিয়েছে যেন।


ধ্বংস করেছিলাম বাংলার অনেক জনপদ
লুন্ঠন করেছিলাম বাংলার মা আর বোনের ইজ্জত নামক সম্পদ।


নিধন করেছি কত জ্ঞানী গুণী আর প্রজ্ঞাবান লোক
পঁচিশে মার্চ রাতে ঝরিয়েছিলাম আরও রক্ত থোক থোক।


বাঙালির মনে ছিলে অনেক স্বপ্ন আর আশা
তাই মোরা কেড়ে নিতে চেয়েছিলাম ওদের মায়ের মুখের ভাষা।


বাঙালিকে পরাজিত করার জন্য তৈরি করেছিলাম কত নকশা
বাঙালির একগ্রতা মোদের নকশাকে করেছ ভ্যানিশা।


ষোলো তারিখের জেনারেল নিয়াজি সাহেবের স্বাক্ষরতা
মোদের স্বপ্নকে ভেঙে বাঙালির স্বপ্নকে দিয়েছে পূর্ণতা।                                        
      
                                                        


রচনাকালঃ
১৫-০৭- ২০২০