স্বাধীনতা তুমি বড় অবাধ্য শব্দ,
তুমি তো পরাধীন জাতির কাছে,
সহজে আসতেই চাও না।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
প্যালেস্টাইনের মায়ের চোখে নেই নিদ্রা,
শুধু আর্তনাদ, আর আর্তনাদ ।
সেই মা শুধু জানেন স্বাধীনতা কি?
কত বোন সম্ভ্রম হারিয়ে আত্মা চিৎকার করছে,
ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও বলে,
সেই বোন জানেন স্বাধীনতা কি?
আর কত দিন প্যালেস্টাইনের গগন থেকে,
ঝরবে অগ্নির ঝিরিঝিরি বারিধারা।
সেই প্যালেস্টাইনের আমজনতা জানেন স্বাধীনতা কি,
আর পরাধীনতা কি?
তারা তাদের অধিকার স্বাধীকার চায়,
স্বাধীনতা চাই,  স্বাধীনতা।
তাই তাদের সকলের কাম্য প্যালেস্টাইনের স্বাধীনতা।



রচনাকালঃ
০১/০৩/২০২১