ফেলে আসা দিন গুলো আজ
আমার কাছে পূ্র্ণিমার রজনীর তারকারাজির মতো অস্ফুট লাগে।


নয়নের নয়ন মণিতে ভেসে আসে আমার কিছু ছেলেবেলা
করেছি কত রঙ বিরঙের মনের অভিলাষে খেলা।


একটি ঘুড়ি উড়িয়ে কেটেছে সারাবেলা
সন্ধ্যায় বাবার কাছে পাঠে করছি কত হেলা।


একদিন ঘাস ফড়িংয়ের পিছু ছুটে গিয়েছিলাম দুরবনে
রহিম করিম তার সাত ভাই ছিলো আমার সনে।


মায়ের মুখে আমার জন্য ছিলো চিন্তার ছাপ
আমার গলা জড়িয়ে চুমা খেয়ে  বলেছিল কোথায় গিয়েছিল বাপ।


ছেলেবেলায় আমি শুনতাম না মা বাবার কথা
তার জন্য তারা পেত মনে অনেক ব্যাথা।


ছেলেবেলায় মা যখন বলত চল যায় তোর নানার বাড়ি
খুশি হয়ে তাড়াতাড়ি চড়তাম গিয়ে বাবার গাড়ি।


ছেলেবেলায় আমার জ্ঞানের ঝুলি ছিল অনেক ফাঁকা
আজ তা ঘাত প্রতিঘাতে জ্ঞানের ঝুলি হয়েছে পাকা।


শাপলা শালুক তুলে এনে গেঁথেছি ছেলেবেলায় কত মালা
ঝড়ের দিনে আম কুড়িয়েছি কত যে ডালা ডালা।


সোনাদীঘিতে ছেলেবেলায় করেছি কত স্নান
আমাকে খেলতে যখন না নিয়েছে আমার মুখ হয়েছে ম্লান ।


জুই জুথির পুতুলের সাথে দিয়েছি আমার পুতুলের বিয়ে
বাবা হয়ে মেয়ের জন্য  কাঁদত আমার হিয়ে।


ছেলেবেলায় আমার এক বন্ধু জলে ডুবে গেছে মারা
বার বার আজ তার কথা আমার প্রানে দেয় নাড়া।


হাসি মজার দিন গুলো ছিলো  আমার ছেলেবেলা
খেলছি কত ধুলো মাটি নিয়ে মনের অভিলাষে খেলা।