পদ্ম দীঘির ধারে
লাইন সারে সারে।
বাহারি রকমের হাসে
ফিরে দেখি পাছে।
করছে ওরা স্নান
দূর হচ্ছে ওই ম্লান।


বসে দেখ শিশু
পদ্মফুলের কিছু।
জলের ঢেউয়ে নাচে।


মাছরাঙা ধরে মাছ
পথের বাঁকে কদমগাছ।
কচ্ছপ ভেসে উঠে তীরে
শীতকালে রৌদ্রের দুপুরে।


পাশ দিয়ে যায় নারী
শালুকে তার আঁচল ভারী।
পানকৌড়ি ধরে মাছ
পদ্ম দীঘিতে পদ্ম থাকে বারো মাস।


বিকেল হলে ছেলেমেয়েরা
দেখতে আসে পদ্ম ফুল
জমিরের এই দীঘিতে
ডুবেছে সাত কুল।


প্রিয়জনের শোকে জমির
বসে থাকে তটে
লোকজন দেখলে জমির
দৌড়িয়ে নামে ঘাটে।



রচনাকালঃ
১১/০৯/২০২০