সূচনা পর্ব -১


আমি আলিবর্দি খাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতার কথা বলছি,
আমি রত্নগর্ভা মা আমেনার কথা বলছি,
আমি আরও স্বচ্ছ করে বলি,
আমি বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার কথা বলছি,
আমি প্রাসাদ ষড়যন্ত্র ও গোপন বৈঠকের কথা বলছি,
আমি ক্ষমতালোভী পরশ্রীকাতর ঘষেটি বেগমের কথা বলছি,
আমি আলিনগর সন্ধি কথা বলছি,
আমি উমিচাঁদ আর মিরনের কথা বলছি,
আমি প্রধান সেনাপতির শপথের কথা বলছি,
আমি ক্লাইভের চরণ লেহ্য কুত্তা মীর জাফরের কথা বলছি,
আমি সেই হলওয়েলের অন্ধকূপ হত্যার কথা বলছি,
আমি মীর মর্দন  আর মোহনলালের কৃতজ্ঞতা  কথা বলছি,
আমি বির্তকিত লবণ আর ইংরেজদের শোষণের কথা বলছি,
আমি নবাবের প্রধান গুপ্তচর নারায়ণ সিংহের কথা বলছি,
আমি পলাশীর আম্রকাননের নাটকীয় কাহিনির কথা বলছি।

-------------------------------------------------


পর্ব -২( ইংরেজ শাসনামলও আন্দোলন )


আমি কৃতঘ্ন মোহাম্মদী বেগের কথা বলছি,
আমি মসনদের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্বাস ঘাতক মীর জাফরের কথা বলছি,
আমি বক্সারের যুদ্ধের কথা বলছি,
আমি দ্বৈত শাসন আর ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলছি,
আমি চিরস্থায়ী বন্দোবস্ত আর সুবিধা ভোগীদের কথা বলছি,
আমি ফকির সন্নাসী আন্দোলনের কথা বলছি,
আমি তিতুমীরের সংগ্রাম আর বাঁশে কেল্লার কথা বলছি,
আমি নীল চাষীদের নির্যাতন আর নীল বিদ্রোহের কথা বলছি,
আমি ফরায়েজি আন্দোলন আর নবজাগরণের কথা বলছি,
আমি সিপাহি মঙ্গল পান্ডের কথা বলছি,
আমি বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদের কথা আলছি,
আমি স্বদেশী আন্দোলনের কথা বলছি,
আমি খিলাফত আর অসহযোগ আনদোলনের কথা বলছি,
আমি ক্ষুদিরাম, মাস্টারদা, প্রীতিলতার কথা বলছি।


--------------------------------------------------
(পর্ব -৩ দেশবিভাগ)


আমি শেরে বাংলার লাহোরে প্রস্তাবের কথা বলছি,
আমি  জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের কথা বলছি,
আমি নেতাজী সুভাসচন্দ্র বোসের অসাধারণ নেতৃত্বের কথা বলছি,
আমি ভারত আন্দোলনের কথা বলছি,
আমি চৌদ্দ আর পনের আগস্টের  ইতিহাসের কথা বলছি,


--------------------------------------------------


(পর্ব-৩ ভাষা আন্দোলন ও পরবর্তী পটভূমি )


আমি ঢাকার ১৪৪ ধারা ভঙ্গের কথা বলছি,
আমি জিন্নাহর সেই ভাষণের কথা বলছি ,
আমি রফিক শফিক সালামের বীরত্বের কথা বলছি,
আমি বাঙালির উপর করা পাকিস্তানীদের অত্যাচার নির্যাতনের কথা বলছি,
আমি বাঙালির উপর পাকিস্তানীদের বৈষম্যের কথা বলছি,
আমি যুক্তফ্রন্ট গঠন ও তার নির্বাচনের কথা বলছি,
আমি অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগের কথা বলছি,
আমি আইয়ুব খাঁনের সামরিক শাসনের কথা বলছি,
আমি মৌলিক গণতন্ত্রের কথা বলছি।


--------------------------------------------------


(পর্ব-৫ বাঙালির আন্দোলন)


আমি  ভারত পাক যুদ্ধের কথা বলছি,
আমি বাঙালির মুক্তির সনদ ছয় দফার কথা বলছি,
আমি সেই আগরতলার মিথ্যা মামলার কথা বলছি,
আমি আসাদ জহুরুল আর শামসুজ্জোহার হত্যার কথা বলছি,
আমি আরও স্বচ্ছ করে বলি,
আমি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কথা বলছি,
আমি সত্তরের নির্বাচনের কথা বলছি।


--------------------------------------------------
(পর্ব -৬ যুদ্ধে অংশ গ্রহণ )


আমি সাতই মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত জ্বালাময়ী সেই বজ্রকন্ঠ বাণীর কথা বলছি,
আমি বাঙালির কলঙ্কজনক অধ্যায় কালো রাত্রির কথা বলছি,
আমি মুজিবের ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণার কথা বলছি,
আমি মুজিব নগর সরকার গঠনের কথা বলছি,
আমি রাজাকার আলবদর আল-শামস বাহিনীর কথা বলছি,
আমি যুদ্ধে অংশ গ্রহণকারী ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক নারী কবি শিল্পীর কথা বলছি,
খাদ্য, বস্ত্র আশ্রয়, চিকিৎসা,অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আমি সেই দেশের কথা বলছি।


--------------------------------------------------


    (পর্ব -৭ বিজয় অর্জন)


আমি মুজিবের কারাভোগের কথা বলছি,
আমি এ্যাকশন গ্রুপ আর ইন্টেলিজেন্স গ্রুপের কথা বলছি,
আমি বাংলার লাল সবুজ পতাকার কথা বলছি,
আমি রায়ের বাজারের বদ্ধভূমির কথা বলছি,
আমি মহি মতি কামাল নূরের জীবন উৎস্বর্গের কথা বলছি,
আমি রেসকোর্স ময়দানে নিয়াজির স্বাক্ষরতার কথা বলছি,
আমি বীর বাঙালির বীরত্বের কথা বলছি,
আমি বিজয়ের কথা বলছি।


রচনাকালঃ
০৫/০৭/২০২০