রুগণ পতির শিয়রে বসিয়ে
একলা জাগিয়ে দারা
মনে পড়ে তার অতীত কথা
দাম্পত্য জীবনে কি করেছে দুজন তারা।        


রুগণ পতির শিয়রে বসে দারা
সদা মনে মনে কয়
হে খোদা আমার পতি যেন
সদা ভালো রয়   ।    


হে খোদা কোনো দিন চাইনি কিছু
তোমাতে আমার লাগি
রুগণ পতির রেখে যাও
আমার লাগি।
          
দারিদ্র্যর কারণে পাড়িনে
পাথ্য গোছাতে
পয়সা ছিলো না আমার ঘরে  
কি করব তাতে।


রুগণ পতির শিয়রে বসিয়ে  
দারা কয় বারে বার
পতি আমার সধবার প্রতীক
হে খোদা রেখে যাও এবার।    
      
হে খোদা আমার আয়ু দিয়ে হলেও
বাচিয়ে রেখে তারে
পতির আগে মরতে পারলে
লোক বলে স্বর্গ পাবে সে রে।        


হে খোদা তাই আমার আর্জি    
নিয়ে আমারে পতির আগে
পতির আগে মরতে পারলে    
স্বর্গ পাব যে গে।


পতিরে ছাড়া দারার অস্তিত্ব
না  যায় কল্পন
ঘুমেতে ছিলি না কেমন করে      
দেখলি স্বপন।


পল্লি দারার পতি হল
মাথার তাজ      
পতির নাম মুখে নিতে
করেন তারা লাজ।


রচনাকালঃ
১০-১০-২০১৯