৪+৪ স্বরবৃত্ত ছন্দ


নীল ডানার ওই পরী এসে
নিয়ে গেলে তারই দেশে,
বরণ করলো মিষ্টি হেসে।


মিষ্টি মধুর কথার সুরে
নিয়ে গেলো অন্তঃপুরে,
খেতে দিলে পেটটি পুরে।


নিশি যখন গভীর হলো
নতুন নতুন পরী এলো,
কল্প গল্পে নিশি গেলো।


পরীর দেশে ফুল বাগানে
ফুলও ফোটে পাখির গানে
ছোটে সবাই মনের টানে।


হাসি মজা বিকেল বেলা
সবাই মিলে করে খেলা
পরীর দেশে পরীর মেলা।


রচনাকালঃ
২৩/০১/২০২২