৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


আমায় ছেড়ে যেও না ওই
সাধের প্রাণোপাখি,
খব যতনে সং গোপনে
আগলে আগলে রাখি।


তুমি বিহীন এই কায়ার যে
নেইকো কোনো মূল্য,
তুমি থাকলে আমি তবে
ধরায় দেব্য তুল্য।


যাসনে কভু প্রাণোপাখি
ছেয়ে সাধের কায়া,
তুমি গেলে আমার প্রতি
থাকবে কো না মায়া।


তোমার জন্য সবে আমায়
করে শুধু ভক্তি,
গেলে চলে তুমি আমার
থাকবে না তো শক্তি।


ইচ্ছে করে জনম জনম
থাকি তোমার সাথে,
দিয়ো না তো আমায় ফাঁকি
থাকো দিবা রাতি।


রচনাকালঃ
৩১/০৭/২০২১