হে সূর্য
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি শীতের হিমেল হাওয়ায় দুখী মানুষকে উত্তাপ দিয়ো।
হে চন্দ্র
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
অন্ধকার রাতে তুমি দুখী মানুষকে আলো দিয়ো।


হে নদ নদী
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি বাংলার আবাদি জমি পলি দিয়ে উর্বর করো।
হে মাটি
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
সবুজ ফসল দিয়ে দীন মানুষের দীনতা দূর করো।


হে বায়ু
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
গ্রীষ্মের তাপদাহে শীতল ভাবে প্রবাহিত হয়ো।
হে জোনাকি
তোমার কাছে  আমার করজোড়ে এই নিবেদন
বাংলার মানুষের অন্ধকার মনে আলো জ্বালিয়ে দিয়ো।
হে ঝড় বৃষ্টি
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
কখনো তুমি  নির্মমভাবে প্রবাহিত হয়ো না।


হে ধনী সমাজ
তোমাদের কাছে আমার করজোড়ে এই নিবেদন
নিজের স্বার্থের জন্য বাংলার নির্মলতা  ধ্বংস করো না ।
হে শকুন  
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি বাংলার সব জরাজীর্ণ অনায়াসে খেয়ে ফেলো।


হে বৃক্ষরাজি
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি বাংলার মানুষকে সতেজ ফল ও ফুল দিয়ো।
হে পক্ষীকুল
তোমাদের কাছে আমার করজোড়ে এই নিবেদন
বাংলার মানুষের বিষাদ মনে গানে গেয়ে আনন্দ দিয়ো।


হে সুখ ও শান্তি
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
বাংলার মানুষের কাছে চক্রাকারে এসো।
হে দুঃখ
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি কখনো মানুষের কাছে এসে দীর্ঘস্থায়ী হয়ো না।




রচনাকালঃ
১৫/১০/২০২০