৪+২/৪+২/৪+৪ ত্রিপদী স্বরবৃত্ত


প্রিয়া তোমার কথা প্রাণে লাগে ব্যথা
ভাবি আমি মনে মনে
শুনব নতুন শব্দ কেটে যাবে অব্দ
সেই কথা মন ছুয়ে ক্ষণে।


দিয়ে নিত্য আশা কেড়ে ন্যায়'রে ভাষা
বলি না তো আমি কিছু
তার প্রেমের ওই আগুন বসন্ত আর ফাগুন
ঘুরি আমি পিছু পিছু।


তার প্রিয় মোর গানে বিভোর করে প্রাণে
পায়ে তার ওই ধবল নুপুর
বিদীর্ণ ওই বেলা স্বপ্ন নিয়ে খেলা  
নিঝুম একলা ক্লান্ত দুপুর।


তুমি আমি সেইদিন ভালোবাসা কূলহীন  
দারুণ  মিষ্টি মধুর কথা
মনে জাগে আশা বাঁধবো মোরা বাসা
তবু মনে জাগে ব্যথা ।


হবে কখন বিয়ে  চায়'যে আমার হিয়ে
যুুগল বন্দী জীবন নিয়ে
সুখে দুখে মোরা দুজনে এক জোড়া  
দূূর করব ওই স্বপ্ন দিয়ে।



রচনাকালঃ
০৩/০৭/২০২১