৪+৪/৪+১


বৃক্ষরাজি বাঁচলে পারে
সুন্দর হবে দেশ
নির্মল বায়ু গ্রহণ  করে
সবাই বলবে বেশ।


বৃক্ষের শাখে বসে পাখি
ধরে মধুর গান
বৃক্ষের ছায়ায় বসে জুড়ায়
পথিকের মন প্রাণ।


বৃক্ষের জন্য পরিবেশ তার
ভারসাম্যতা পায়
বৃক্ষ না ওই থাকলে পারে
অনাবৃষ্টি হায়।


বৃক্ষের কাষ্ঠ দিয়ে সবাই
তৈরি করে সব
বৃক্ষ ওই নাই ক্যামনে শুনবে
পাখির কলরব।


ফলে ফুলে ভরা বৃক্ষে
ভ্রমরের গুন গুন
প্রকৃতি তার নিজস্বতা
ফিরে পায় মাস জুন।



রচনাকালঃ
০১/০৭/২০২১