করোনায় মৃত্যুর দীর্ঘ মিছিল
চারদিকে লাশ আর লাশ,
স্বজনের করুণ আহাজারিতে,
মেতে ওঠেছে ঐ শ্মশান,কবরস্থান।  


ঐ সাদা,কালো চামড়ার মানুষেরা আজ,
নিঃস্ব হয়ে বিষাদ মনে তবুও বসে নেই,
সদা ব্যস্ততা প্রতিষেধকের অনুসন্ধানে,
কিভাবে মহামারী পরিস্থিতি হ্যান্ডেল করা যায়।
সেই প্রতীক্ষা একটু নিস্তার পাওয়ার জন্য।


লকডাউনের বন্দী জীবন, প্রতীক্ষিত সময়,
কখন হবে উন্মুক্ত সব, কখন হবে সব স্বাভাবিক।
শুধু সেই  সময়ের প্রতীক্ষা।


বসুমতীর সকল জিনিস আজও উল্টো,
নেই মানুষের সাথে মানুষ আলিঙ্গন,
নেই কোনো মনের অভিলাষে মুক্ত জীবন।
মুক্ত জীবন আজ সময়ের প্রতীক্ষা।
শুধু সময়ের প্রতীক্ষা।



রচনাকালঃ
১৪/০৪/২০২১