স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২


বৃষ্টির দিনে মনে পড়ে
বাল্যকালের কথা,
আজও তা যে মনের কোণে
স্মৃতির পাতায় গাঁথা।


বৃষ্টির শব্দ বড়ই মধুর
শুনতে লাগে ভালো,
গগন জুড়ে ভেসে বেড়ায়
মেঘ যে ভীষণ কালো।


ইচ্ছে মতো যখন তখন
নামে একটু বৃষ্টি,
বৃষ্টি যদি না হয় তবে
হবে অনাসৃষ্টি।


রচনাকালঃ
০৩/০৬/২০২১