জলে থৈথৈ করে রে ভাই বর্ষার ওই না সময়
শিশুদের ওই নাইতে ভয়
হাসি মজার নিত্য হয়
সুন্দর সুন্দর কথা কয়
শাপলা শালুক ফুলে ফুলে ভরে গেছে মৃন্ময়।


ভেলা চড়ে ঘোরাঘুরি বন্ধুদের ওই সনে
দিবানিশি ভাবি তাই
বহু কিছু দেখতে'রে পাই
নানা রকম কাঁদা ভাই
মনের খুশি দেখা যায় রে আনন্দ যে ক্ষণে।


জেলেরা সব ধরেছে মাছ তটের সবাই ওই পাশ
ছোটো ছোটো নানা মাছ
দেখতে চাই যে বারো মাস
জলের তলে প্রচুর ঘাস।
টোপা পানা ক্ষুদি পানা জলে ইচ্ছে ওই ভাস।


সাতার কেটে বর্ষাকালে নানা যে হয় খেলা
লাফালাফি করেছি
নানা বাজি ধরেছি
পিছলে কত পড়েছি
মন আনন্দে সবার সাথে ঘোরা নিয়ে ভেলা ।



রচনাকালঃ
২৭/০৬/২০২১
৪+৪+৪+২/৪+৩