ইচ্ছে করে রোজ প্রভাতে
দোয়েলের সাথে নাচতে।
ইচ্ছে করে নদী হয়ে
সাগর মোহনায় ছুটতে।


ইচ্ছে করে স্বাধীন ভাবে
নিজের মতো চলতে।
ইচ্ছে করে শালিকের মতো
গগন পথে উড়তে।


ইচ্ছে করে মেঘ হয়ে
বৃষ্টির মতো ঝরতে।
ইচ্ছে করে চাঁদের মতো
মিষ্টি মিষ্টি হাসতে।


ইচ্ছে করে আন্ধার রাতে
আলোর পিদিম ধরতে।
ইচ্ছে করে রোদ্র ছায়ায়
লুকোচুরি খেলতে।


ইচ্ছে করে সন্ধ্যা রাতে
জোনাক হয়ে জ্বলতে।
ইচ্ছে করে অর্বাচীন পেয়ে
প্রাচীনকে ভুলতে।


ইচ্ছে করে গহীন গাঙে
তরী নিয়ে ভাসতে।
ইচ্ছে করে মৌসুমের ফুল হয়ে
বৃক্ষের শাখায় ফুটতে।


ইচ্ছে করে শিশির হয়ে
ঘাসের উপর পড়তে।
ইচ্ছে করে মরুর বুকে
উটের পৃষ্ঠে চড়তে।


ইচ্ছে করে পাতাল থেকে
মুক্তা তুলে আনতে।
ইচ্ছে করে এই ভুবনের
অজানা সব জানতে।


রচনাকালঃ
২১-০৭-২০২০