৫+৫/৫+২


ধরার বুকে স্বার্থছাড়া
কাজ করে না কেউ,
নিজ স্বার্থ কুক্ষিগত
করতে তোলে ঢেউ।


নিজ স্বার্থ হাসিল করে
সকল জ্ঞান ভুলে,
ধরার বুকে চলেন তিনি
বুকটি তার ফুলে।


স্বার্থ নিজে করার তরে
ভোলে আপন পর,
তখন তিনি রাজার হালে
বাঁধেন বড় ঘর।


স্বার্থপর এ দুনিয়াতে
সুখে মেলে না ভাই,
সুখের পথে খুঁজে যে মরি
আমি অধম তাই ।


কোন পথতে সুখটি পাবো
খুঁজি মরি রে তবে,
আসলেই কি সুখ বলেই
আছে কিছু কি ভবে।


রচনাকালঃ
২৩/০৭/২০২১
-