৪+৪/৪+২


বর্ষা শেষে শরৎ এলো
এলো ঋতু রাণী,
প্রভাতে ওই শিউলি ফুলে
সৌরভ ছড়ায় জানি।


শিউলি হলো রাতের রাণী
শরৎকালে ঝরে,
তাহার রূপের ডালাখানি
প্রেম প্রীতিতে ভরে।


শরৎকালে নদীর জলে
কচুরি ওই ভাসে,
নানা ফুলে সুবাস পেয়ে
ভ্রমর ছুটে আসে।


হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকে পড়ে,
শরৎকালে নানা গাছে
নানা ফল যে ধরে।


ধরার বুকে প্রেমে ভরা
শরৎ ঋতু তবে,
শরৎ হলো সুন্দর ঋতু
নিখিল এই ভবে।


রচনাকালঃ
২৬/০৮/২০২১