শীতের হিমেল হাওয়ার স্পর্শে
ডিসেম্বরের আগমনে
সেই দুখিনী মা তো ওই পথের ধারে দাঁড়িয়ে থাকে
ছেলের রক্ত মাখানো শার্ট নিয়ে
কখনো বা ছেলের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে
কাঁদে আর লোকালয়ে খোঁজে
কোথায় আছে খোকা
কোথায় আছে
এই তো ওর ভাতের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে
আছে সেই দুখিনী মা
বলে -
কখন আসবে আমার খোকা
কখন আসবে
সেই প্রতীক্ষায় আজও মা প্রহর গুনছে
ছেলের জন্য ভাতের থালা হাতে নিয়ে
লোক দেখলে দৌড়ে চলে যায় সেখানে
বলে এখানে বুঝি আছে আমার খোকা
দূখিনী মা বল -
তোর খেলার সাথীরা সবাই তো বাড়ি ফিরেছে
খোকা তুই কেন বাড়ি ফিরিস না
আর কত অপেক্ষা করব তোর জন্য
আর কত অপেক্ষা করব
আর কত
আমি তো জানি খোকা
তুই আর বাড়ি ফিরে আসবিনা না
বাংলার স্বাধীনতার জন্য তুই
শুধু বাংলার মানুষের মুখের হাসি দেখার জন্য
খোকা তুই তোর জীবন উৎস্বর্গ করেছিস
খোকারে তোকে নিয়ে আজ আমার গর্ব হয়
গর্ব।



রচনাকালঃ
১০/১২/২০২০