আমি আত্মিক জগত থেকে আসতে চাইনি
স্বপ্ন ভরা পৃথিবীতে আমাকে জোর করে পাঠিয়েছে,
আত্মিক জগত থেকে ঐ সৃজনকারী-
দুদণ্ড থাকার জন্য
এসে দেখি
যেখানে আছে মায়া মমতা স্নেহ আর ভালোবাসা
আমি এই স্নেহাতুর দৃশ্য ছেড়ে পৃথিবী থেকে
আমি যাব না, আমি যাব না  
যাব না আমি সুন্দর এই পৃথিবী ছেড়ে ,
দেখব আমি এই পৃথিবীর অপার সৌন্দর্য ঘুরে ঘুরে
দৃষ্টির অগোচরে রয়ে গেল
কত দেশ বিদেশ কত কত রাজধান,
মনের অভিলাষে গেয়ে যাই পৃথিবীর সৌন্দর্যের গান।


বন্ধু বান্ধব নিয়ে হয় নি কোনো আনন্দ মজা খুনসুটি
অকালে দিতে হবে প্রাণ
বয়োবৃদ্ধ থাকতে পৃথিবীতে
কচিকাঁচার প্রাণ নিতে হবে
একেমন সৃজাতা তোর বিধান,
মানতে বড় কষ্ট হয় এই নির্মম নিষ্ঠুর
সৃজাতা তোর বিধান।


পিতৃ হস্তে করে মাটির ঘরে ঘরেতে সন্তান সম্প্রদান  
পিতৃ হস্তে সন্তানের লাশ বহন করা হৃদয় বিদারণ কাজ
হে সৃজাতা নতুন করে সৃজন করো  
তোমার বিধানের সাজ।
আমার মতো কচিকাঁচা প্রাণ
মুক্ত গগনে পাখা মেলেতে পারি
যেন মনের অভিলাষে ঘুরে বেড়াতে পারি নব নব স্থান।


আমি জানি সৃজাতা তুমি অমৃত শক্তিধর  
তোমার কাছে তোমার বিধানের নেই কেউ আপন পর।
যেহেতু একবার এই পৃথিবীতে এসেছি প্রভু
কিছু কর্ম সৃষ্টি করে যাব তবু
বড়দের পদাঙ্ক অনুসরণ করে
জগতে হতে চাই প্রাতঃস্মরণীয়
সেটা হবে সুকর্ম কিন্তু অন্য কর্ম নয়।
তারপর নিয়ো হাই আমার প্রাণ
হাসি মুখে যাব তোমার সেই অচিনপুরে।