স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২


শিক্ষা হলো জীবন রথে
অমূল্য এক শক্তি,
শিশু কিশোর পাঠশালাতে
শেখে পাঠ্য ভক্তি।


জীবন চলার দীঘল পথে
কত রকম খেলা,
শিক্ষাবিহীন সেই জীবনে
অন্ধকারের মেলা।


শিক্ষা হলো সুপ্ত মনের
অন্ধকার ভেদ করে,
অন্ধকার ভেদ করে সেথায়
আলো দিয়ে ভরে।


শিক্ষাবিহীন জীবনের দাম
নেই তো ধরার বুকে,
শিক্ষিত জন অবাধ গমন
করে মহা সুখে।


শিক্ষিত হও তোমরা সবে
দূর কর সব কালো,
জীবন মুখে চলার পথে
ছিনে আনে আলো।


রচনাকালঃ
৩১/০৭/২০২১