ছোট্টো ছোট্টো ছন্দে
বসন্তের নব সাজের আনন্দে।
গেয়ে যায় বসন্তদূত
মনের অভিলাষে গান,
তাতে জুড়াই পত্র বিহীন,
বিটপীর বিভোর প্রাণ।


বসন্তের আগমনে
দখিনা সমীরে ঝরে পড়ে
সকল বিটপীর পত্র,
বসন্তদূত নেচে নেচে
গেয়ে যায় গান
সকাল বিকাল রাত্র।


বসন্তের আগমনে
ধরা সাজে নব সাজে
পত্র বিহীন বিটপীর
শাখে ফোটে পলাশ,
পুষ্পপর সাজি সজ্জিত হয়ে
বিটপীর দুর হয়ে যায়
মনের সকল অভিলাষ।


রচনাকাল
১৭/০২/২০২১