যদিও সে মন খুলে হাসে, প্রাণ খুলে গায়
তবুও কেন সুখী নয়,
সুখী হতে চাইলে ভালোবাসা লাগে,
সত্যিকারের ভালোবাসা
যে ভালোবাসা থাকবে জন্ম জন্মান্তর।


বুকে গিরি সমতুল ব্যথা নিয়েও তো মানুষ হাসে,
হেসে যায় নীরবে নিভৃতে,
তবুও কেন সে বা তারা সুখী নয়
কারণ তারা প্রকৃত অর্থে ভালোবাসা পায়নি।


সুখ ও ভালোবাসা একই বৃক্ষের শাখা
যা বিহীন বৃক্ষ তরুলতা অসম্পূর্ণ।
তাই সুখ যেখানে আছে সেখানে ভালোবাসা আছে
সুখ নেই ভালোবাসা নেই ।
তাই প্রকৃত সুখী হতে অর্থ আর প্রাচুর্য লাগে না
লাগে সত্যিকারে নিঃস্বার্থ ভালোবাসা।



রচনাকালঃ
০৫/০৫/২০২১