৪+৪/৪+২


নীল আকাশে মেঘের ভেলা
আপন মনে করছে খেলা
থাকতো যদি ডানা,
যেতাম উড়ে মেঘের বুকে
ঘুরতাম সেথায় মনের সুখে
থাকতো নারে মানা।


শিউলে ফুলে গন্ধ ভরা
মনে ভীষণ খুশির ছড়া
বলে বলে চলি
রোজ প্রভাতে হিমেল হাওয়া
বসে আছি বাড়ির দাওয়া
নানা গল্প বলি।


শিশির কণা  ঘাসের বুকে
পড়ে আছে মহাসুখে
তেমন যদি পড়তাম
ইচ্ছে খুশি ঘুরে ফিরে
আসতাম ফিরে আপন নীড়ে
মেঘের ভেলায় চরতাম।


রচনাকালঃ
২০/০৮/২০২১