শ্রাবণের ঢলে
চোখ ছলছলে,
নানা রকমের গাছে
ফিরে দেখি পাছে,
ডাল ভরা পাখি  
চেয়ে চেয়ে দেখি,
নদী ভরা জল
করে টলমল,
নানা রকমের হাঁস
তটের চারপাশ,
নাওয়া খাওয়া করে
সারাদিন ভরে,
স্নান করে তরুলতা
দূর হয় মলিনতা,
পথ হয় কাঁদা
গগনে নীল আর সাদা,
দূর হয় রুক্ষতা
প্রকৃতিতে আসে সজীবতা ।