৬+৬+৬+২


সুদের টাকায় ভোজন রে ভাই
সুদের টাকায় বাড়ি
সুদের টাকায় বিশাল বিশাল
কিনছো অনেক গাড়ি।


সুদের টাকায় ভোজন তোমার
মুখে উত্তম বুলি,
সাধুর পোশাকে সাধু সেজে ভাই
দিনেই ছাড়ায় ধুলি।


কোনটি সঠিক কোনটি বেঠিক
বোঝার সময় নাই
পাপে পাপে ওই নষ্ট জীবন
পাপের টাকায় খাই।


সুদের টাকায় মন ভরা যার
সুদের টাকায় সব
কথায় কথায় অনায়াসে বলে
বিধাতা আমার রব।

গরিব লোকেরে টাকা ধার দিয়ে
ভাই নেয় সুদ চড়া,
পাপে পাপে ভরে গেছে রে নিখিল
এই না রে ভাই ধরা।


রচনাকালঃ
১১/০৭/২০২১