তুমি চাইলে আমি কার্তিকের শিশির হয়ে দূর্বাঘাসের ওপরে পড়ব  
কোনোদিন তার হেরফের হবে না।
তুমি চাইলে আমি নজরুল সুকান্তের বিদ্রোহী হব,
লড়ব সদা অন্যায় অবিচারের বিরুদ্ধে।
তুমি চাইলে আমি বায়ু হয়ে চলব তোমার পাশে পাশে,
কোনোদিন বিরক্ত বোধ করব না।
তুমি চাইলে আমি বৃক্ষের শাখে ফুল হয়ে ঝরব
কোনো দিন মনে কষ্ট নেব না।
তুমি চাইলে আমি ঐ গগনে চন্দ্র তারা এনে দিতে পারি,
কোনো দিন বলব না তা আানা দূর্লভ।
তুমি চাইলে আমি পাতাল থেকে রত্ন তুলে আনতে পারি,
কোনোদিন বলব না তা পাওয়া দুষ্প্রাপ্য।



রচনাকালঃ
০১/০৪/২০২১