৪+৪/৪+১


বৃক্ষের ছায়া সবুজ মায়া
শীতল করে প্রাণ,
বৃক্ষের শাখায় বসে পাখি
গায় যে সদা গান।


নিঝুম দুপুর সুরের নূপুর
উদাসীন ওই মন
কিচিরমিচির শব্দ মধুর
কান ফেলে'রে শোন ।

অক্সিজেন পাই বৃক্ষ থেকে
বাঁচে সকল জীব
অক্সিজেন না পেলে রে ভাই
বাঁচাবে কোন ওই শিব।


বৃক্ষ সদা কেঁদে বলে
দেয় না একটু জল
মোদের থেকে শুধু তারা
পেতে চাই যে ফল।


কাটে যারা বৃক্ষরাজি
ভালো মানুষ নয়
পৃথিবীর সে নির্মলতা
ধ্বংসকারী কয়।


রচনাকালঃ
৩০/০৬/২০২১