স্বাধীনতা চাই, স্বাধীনতা
যেটুকু স্বাধীনতা পেলে
শিশু মায়ের কোলে নিরাপদে দুগ্ধ পান করতে পারবে।
কেউ চাইলে বোমা বিস্ফোরণ করতে পারবে না
সেটুকু স্বাধীনতা ।


যেটুকু স্বাধীনতা পেলে
রাখাল উদাস মনে বাঁশি বাজাতে পারবে খোলা মাঠে
শঙ্কাহীন ভাবে প্রকৃতির সাথে ।
যেটুকু স্বাধীনতা পেলে,
গ্রীষ্মের দুপুরে কৃষক বিরতিহীন ভাবে কাজ করতে পারবে।
শুধু চাওয়া এইটুকু স্বাধীনতা।


যেটুকু স্বাধীনতা পেলে
মানবতাহীন মানুষের কাছে মানবতা ফিরে আসবে
শুধু চাওয়া,সেটুকু স্বাধীনতা।


যেটুকু স্বাধীনতা পেলে
জমির মালী নির্বিঘ্নে কাননে ফুল ফুটাতে পারবে
মনে ভয় থাকবে না।
যেটুকু স্বাধীনতা পেলে
টেপির মা উঠোনে দাঁড়িয়ে খইয়ের ধান
সুন্দর করে শুকাতে পারবে।
শুধু চাওয়া,সেটুকু স্বাধীনতা।


যেটুকু স্বাধীনতা পেলে
অবুঝ শিশু মাছরাঙার নিত্যদিনের শিকার দেখতে পারবে।
যেটুকু স্বাধীনতা পেলে
শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সুন্দর উপদেশ দিতে পারবে।
শুধু চাওয়া, সেটুকু স্বাধীনতা।


যেটুকু স্বাধীনতা পেলে
মুয়াজ্জিন মসজিদে গিয়ে নির্বিঘ্নে আযান দিতে পারবে।
যেটুকু স্বাধীনতা পেলে
আবার শোকার্ত মায়ের একটু স্বস্তি ফিরিয়ে আসবে।
শুধু চাওয়া, সেটুকু স্বাধীনতা।


যেটুকু স্বাধীনতা পেলে
কবি, সাহিত্যিক, নাট্যকার ঔপন্যাসিকেরা
সুন্দর সুন্দর কবিতা, গল্প, নাটক, উপন্যাস
লিখে জাতির কল্যাণ বয়ে আনতে পারবে  
সেটুকু স্বাধীনতা চাই  ।



রচনাকালঃ
১৫/০৬/২০২১