বাবা মানে তো নয়না সামনে মৃদু কিছু রাগ ।
বাবা মানে তো নিত্য দিবসে সকল কিছুর ভাগ।
বাবা মানে শীধু মায়ের সাথে,
বট বৃক্ষের ছায়া।
বাবা মানে তো সকাল সন্ধা ঘরে বসে শিক্ষালয়া ।
বাবা মানে তো চোখ রাঙালে নিশ্চুপ হয়ে কাঁদি ।
বাবা মানে তো এক চুম্বনে মুছে সকল গ্লানি।
বাবা মানে তো আমি আছি তোমার কিসের ভয়,
বাবা মানে তো একটু ভুলেও সকল কিছুর জয়।
বাবা মানে তো সন্তানের সাথে ত্যাগ আর ভালোবাসা,
বাবা মানে তো দুঃখের মাঝে শত স্বপ্ন আশা।
বাবা মানে তো সন্তান রা সব অনন্য,
সন্তান ছাড়া যেন পৃথিবীর সকল বাবাই শূন্য।
বাবা মানে তুমি একই ভালো,


ধরায় ভালো নেই আর দুটো।
বাবা দুর্বার বাবা মহাতেজা,
বাবা মমজন্য আজ রানার।
বাবা মম কাছে পাগল অশ্ব,
বাবা আগি ভানুকে করে ভস্ম।
বাবার বাবরি দোলানো মাঠ
মুখরিত করে মাঠ বাট।
বাবার আহাজারি অপয়া ঘর্ম,
করে পাথরপ্রমিত ভেদ মর্ম।
বাবা উর্বর, ধাতা সিন্ধু তরঙ্গ,
বাবা মহা মানবতা, অন্তরঙ্গ ।
জগত সংসারে পিশাচ লাখে লাখে,
তবু চরাচরে নাই কদর্য ধাতা।


বই :- বেলা শেষে দুজনে
পৃষ্ঠা :-৪৭-৪৮