কবিতাঃ কালো শাড়ি
কলমেঃ জাহাঙ্গীর আলম (রকি)


০২/০৭/২০২১ ইং


বৃষ্টি  নামে পৃথিবীর বুকে,শন শন আওয়াজে।
কেউ সেই বৃষ্টি অনুভব করে আবার বৃষ্টিতে ভিজে আন্দদে মাতে।


কিন্তু আমি দেখেছি তোমায় প্রিয় ক্যাম্পাসে কালো শাড়ি ঝড়ানো তোমার গায়ে।


আমি বৃষ্টি কে নয় প্রতিক্ষণে অনুভব করেছি তোমাকে।


তোমার হাটা চলা, তোমার কথা বলা, চোখে কাজল আর সেই প্রিয় ক্যাম্পাসে সবই যেনো আন্দদ দিয়েছে আমাকে।


শাহ্ খুররম কলেজে প্রিয় ক্যাম্পাসে খোঁজে পাওয়া কালো শাড়ি গায়ে তোমাকে।

চোখে চোখ পড়েছে তোমার প্রতি পলকে পলকে,ভালবাসি এই কথাটি বলবো প্রিয় ক্যাম্পাসে।


লাল গোলাপ হাতে পান্জাবি পড়ে,দাড়িয়ে থাকবে তুমি কালো শাড়িতে..


তোমার শাড়ির আচঁল দুলবে বাতাসে, প্রেম করব দুজনে নির্জন ক্যাম্পাসে..

উৎসর্গঃ বাটন