শত অবহেলা অনাদরের পরেও যেই মানুষটা
কেবল আপনাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়,
আর যাই হোক সেই মানুষটাকে নিঃসন্দেহে
বুকের গহীনে ঠাঁই দেওয়া যায়।


তাকেই আপন ভাবা যায়, বিশ্বাস করা যায়।
সারাজীবনের জন্য
তারই হাতে হাত রেখে বেঁচে থাকার স্বপ্ন বুনা যায়।
তারই চোখের দিকে তাকিয়ে প্রাণভরে
বিশুদ্ধতার নিঃশ্বাস নেওয়া যায়।


এমন একজন মানুষ এমন একজন প্রিয়জন
এই স্বার্থের শহরে খুঁজে পাওয়া বড্ড দায়,
তাই খুঁজে পেলে অনাদর আর অবহেলায় নয়
বুকের ভেতর পরম যত্নে আগলে রাখতে হয়।


উৎসর্গঃ প্রিয়. 🐦