তুলি তুমি চাইলে আমাদেরও একটা সংসার হতো
সে সংসারে ভালোবাসার সাথে মান-অভিমান
রাগ-অনুরাগ আর হাজারও খুনসুটি থাকতো॥


ঘর আলো করা দেবময় প্রজন্মের সাথে
ভবিষ্যত ভাবনার হরেক রকম স্বপ্নবুনা
মিহিজাল আমাদের সারাক্ষণ তাড়াতো॥


তুলি তুমি চাইলে আমাদের একটা জোৎস্না রাত
শীতের সকাল শরতের স্নিগ্ধ বিকেল কিংবা
একটা জোনাকজ্বলা সন্ধ্যা থাকতো॥


তুলি তুমি চাইলে এক খন্ড নির্মল আকাশ থাকতো
থাকতো সফেদ মেঘের মতো নরোম পরশ
থাকতো ভালোবাসার উদ্দাম উল্লাস॥


তুলি তুমি চাইলে বেলকনির মৃদু বাতাসে
গল্প-গুজবের বিকেল সন্ধ্যা রাতের
সুখময় কতো-শত গল্প থাকতো॥


তুলি তুমি চাইলে রবীন্দ্র নজরুল বঙ্কিমের
কাব্য নিয়ে তর্কে জড়িয়ে
মান-অভিমানের কতো গল্প থাকতো॥


হালের সিনেমা-নাটকের পছন্দের
চরিত্রদের নিয়ে তুমুল বিতর্কের
কতো শত ঘটনা থাকতো॥


তুলি তুমি চাইলে স্বপ্নীল একটা নীড় হতো
সেখানে গোলাপ জবা হাসনাহেনা আর
রঙ্গণের মোহনীয় মৌতাত থাকতো॥


তুলি তুমি চাইলে শয়নকক্ষে সোনালি ফ্রেমের
আমাদেরও একটি যুগল ছবি থাকতো
অহর্নিশী সেই ছবিতে দৃষ্টি চলে যেতো॥


তুলি তুমি চাইলে সড়কের সোডিয়াম লাইটের নীচে
রাত-বিরাতে হাত ধরে হেঁটে বেড়ানোর মতো
আমাদের এতো-শত মধুময় স্মৃতি জমতো॥


অল্প আলোতে পথের পাশে বসে খাওয়া
ফুসকার ঝালে চোখ বেয়ে জল পড়ার
এমন কতো শত স্মৃতি থাকতো॥


পৌষের জোসনামাখা কতো সফেদরাত
বাাগ-বাগিচায় হেঁটে হেঁটে মৃদু-মন্দ
কথামালার সুখের গল্প জমা হতো॥


তুলি তৃমি চাইলে কাক ভেজা বৃষ্টি অথবা
হিমেল শীত প্রখর রোদে অলি-গলিতে
হাত ধরে পথচলার স্মৃতি থাকতো॥


তুলি তুমি চাওনি কোনো কিছুই
চেয়েছো নি:সঙ্গতা আর
আমার সরবতায় নীরবতা॥


তাই হয়নি আমাদের কিছুই
এক সাথে থাকা চলা বলা
কিংবা সুখের স্বপ্নবুনা॥


উৎসর্গ :𝄟≛⃝♡ ࿐প্রিয়🐦𝄟≛