তোমার বান্দা ডাকছে তোমায়;
স্রষ্টা তুমি আছো কোথায়?
শুনছো কি সেই ডাক?
আজও মানুষ মসজিদে যায়;
তোমার কাছেই সাহায্য চায়,
ঈমানদার লাখ লাখ।


জানি তুমি  ক্ষমাকারী;
বান্দা তোমার পাপাচারী,
হাত তুলেছে আশায়;
শ্রেষ্ঠ নবীর উসিলাতে,
শান্তি পাবে এই ধরাতে,
অশ্রুতে বুক ভাসায়।


বাঁচাও তুমি তামাম জাহান;
ঈমানহীনে দাও গো ঈমান,
দেখাও আলোর পথ;
জানি তুমি তুলনাহীন,
ভরসা নাই তোমা বিহীন,
দিওনা গো লানত।


আমরা অবুঝ,আদম সন্তান;
ভুল করেছি পাহাড় সমান,
ওগো, রহিম,রাহমান।
জানি তোমার দাসের ডাকে,
সাড়া তুমি দেবেই তাকে,
তুমি সর্ব মহান।